কত বছর গ্যাপ দিয়ে অনার্স করা যাবে

ইন্টারমিডিয়েট শেষ করার পর বিভিন্ন কারণে আমরা অনেকেই অনার্সে ভর্তি হতে পারি না। এজন্য কত বছর গ্যাপ দিয়ে অনার্স করা যাবে সেটা জেনে অনার্সে ভর্তি হতে পারবেন। এছাড়া কত বছর বয়স পর্যন্ত অনার্সে ভর্তি হওয়া যায় তা জানুন আজকের পোস্ট থেকে।

কত বছর গ্যাপ দিয়ে অনার্স করা যাবে? 

এইচএসসি পরীক্ষা শেষ করার সর্বোচ্চ ৪ বছর গ্যাপ দিয়ে অনার্স করা যাবে। আবার কোন কোন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ৬ বছর গ্যাপ দিয়েও অনার্স করা যায়। 

অর্থাৎ, ইন্টারমিডিয়েট পাশ করার ৪ থেকে ৬ বছরের মধ্যে অনার্সে ভর্তি হবার সুযোগ থাকে। 

এইচএসসি পাশের কত বছর পর অনার্সে ভর্তি হওয়া যায়? 

এইচএসসি পাশের সবোর্চ্চ ৪ বছর পর অনার্সে ভর্তি হওয়া যাবে। অর্থাৎ, এইচএসসি পরীক্ষায় পাশ করার ৪ বছরের মধ্যে অনার্সে ভর্তি হবার সুযোগ থাকে। 

ইন্টারমিডিয়েট এর পর সর্বোচ্চ কত বছর গ্যাপ দিয়ে অনার্স করা যায়?

ইন্টারমিডিয়েট এর পর সর্বোচ্চ ৬ বছর গ্যাপ দিয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয় অনার্স করা যায়। এছাড়া ইন্টারমিডিয়েট পাশ করার ৪ বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স করার সুযোগ থাকে। 

আরো পড়ুনঃ ঢাকা সিটি কলেজের মাসিক বেতন

কত বছর বয়স পর্যন্ত অনার্সে ভর্তি হওয়া যায়

বর্তমানে অনার্সে ভর্তি হওয়ার নির্দিষ্ট কোন বয়সসীমা নেই। তবে ইন্টারমিডিয়েট পাশ করা সবোর্চ্চ ৪ বছর থেকে ৬ বছরের মধ্যে অনার্সে ভর্তির সুযোগ থাকে। 

অনার্সে ভর্তি হতে কি কি লাগবে?

অনার্সে ভর্তি হতে এসএসসি ও এইচএসসি পরীক্ষার মার্কশিটের ফটোকপি, শিক্ষার্থীর সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষার্থীর ভোটার আইডি কার্ড অথবা অনলাইন জন্ম নিবন্ধন, অভিভাবকের ছবি এবং ভোটার আইডি কার্ড লাগবে। এছাড়া আরো কিছু প্রয়োজনীয় কাগজপত্র লাগবে সেগুলো হচ্ছে…… 

  • এসএসসি ও এইচএসসি পরীক্ষার সার্টিফিকেটের ফটোকপি অথবা মার্কশিট এর ফটোকপি;
  • শিক্ষার্থীর এনআইডি কার্ডের ফটোকপি/অনলাইন জন্ম সনদ; 
  • শিক্ষার্থীর ৪ কপি পাসপোর্ট সাইজের এবং ২ কপি স্ট্যাম্প সাইজের ছবি;
  • অভিভাবকের এনআইডি কার্ড এবং পাসপোর্ট সাইজের ছবি; 
  • ভর্তি ফি পরিশোধের রশিদ।

অনার্সে ভর্তি হতে মূলত উপরোক্ত কাগজপত্র গুলো লাগে। এছাড়া প্রয়োজন ক্ষেত্রে আরো কিছু ডকুমেন্টস লাগে। সেগুলো কলেজের কর্তৃপক্ষ আপনাকে জানাবেন। 

আরো পড়ুনঃ নটরডেম কলেজের মাসিক বেতন

অনার্সে ভর্তি হতে কত টাকা লাগবে

অনার্সে ভর্তি হতে কত টাকা লাগবে তা নির্ভর করবে আপনি কোন কলেজে ভর্তি হবেন। সরকারি কলেজে অনার্সে ভর্তির খরচ এক রকম। আবার বেসরকারি কলেজে অনার্সে ভর্তির খরচ আরেকরকম।  

বর্তমানে সরকারি কলেজে অনার্সে ভর্তি হতে ন্যূনতম ৬ হাজার টাকা লাগে। আর বেসরকারি কলেজে অনার্সে ভর্তি হতে ন্যূনতম ৮ হাজার টাকা লাগে। এছাড়া আরো কম-বেশি হতে পারে। 

FAQ’s 

অনার্সে কতবার আবেদন করা যায়? 

অনার্সে ভর্তির জন্য সর্বমোট ৩ বার আবেদন করতে পারবেন। 

SSC দেওয়ার সর্বোচ্চ কত বছর পর পর্যন্ত HSC দেওয়া যায়?

SSC দেওয়ার সর্বোচ্চ তিন বছর পর HSC দেওয়া যায়। অর্থ্যাৎ, এসএসসি পাস করার সবোর্চ্চ তিন বছর পর ইন্টারমিডিয়েটে ভর্তি হওয়া যাবে।  

অনার্সে কত বছর গ্যাপ দেওয়া যায়?

অনার্স পাস করার তিন বছর গ্যাপ দিয়ে মাস্টার্সে ভর্তি হতে পারবেন। 

বাংলাদেশে মাস্টার্স করতে কত বছর লাগে? 

বাংলাদেশে মাস্টার্স করতে বয়সের কোন সীমাবদ্ধতা নেই। তবে অনার্স পাস করার তিন বছরের মধ্যেই মাস্টার্সে ভর্তির সুযোগ থাকে। 

সারকথা 

আজকের এই পোস্টে অনার্সে ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য তুলে ধরা হয়েছে। তাই যারা অনার্সে ভর্তি হতে চাচ্ছেন, তাদের জন্য আজকের পোস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য আপনার কোন বন্ধু যদি অনার্সে ভর্তি হতে চায়। তাহলে তার কাছে আজকের পোস্টটি শেয়ার করুন। 

1 thought on “কত বছর গ্যাপ দিয়ে অনার্স করা যাবে”

  1. Pingback: ওরিয়েন্টেশন ক্লাস অর্থ কি | Orientation class meaning - Bongo Tech BD

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top