ভারতের 100 টাকা বাংলাদেশের কত টাকা 2024

ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র। বাংলাদেশ থেকে প্রতিদিন অসংখ্য মানুষ চিকিৎসা বা ভ্রমণ করার জন্য ভারত গিয়ে থাকে। ভারত যাওয়ার আগে ভারতের টাকার মান সম্পর্কে জানতে হবে। তাই চলুন, ভারতের 100 টাকা বাংলাদেশের কত টাকা 2024 জেনে নেই।

বিশ্ববাজারে ডলারের দাম প্রতিনিয়ত উঠানামা করে। যার কারণে ভারতীয় টাকার রেটও সব সময় স্থির থাকে না। তারপরেও আজকে ভারতের সর্বশেষ টাকার রেট সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। 

ভারতের টাকার মান কত? 

বিশ্বের অন্যতম বৃহত্তম রাষ্ট্র ভারত। যার  চারপাশে বাংলাদেশের অবস্থান। অর্থাৎ, বাংলাদেশের প্রায় তিন পাশেই ভারত অবস্থিত। ভারত প্রতিবেশী রাষ্ট্র হওয়ার কারণে চিকিৎসা কিংবা ভ্রমণ যেটাই হোক না কেন, প্রথমে আমরা ভারতে গিয়ে থাকি। 

ভারতের টাকার রেট আর বাংলাদেশের টাকার রেট অনেকটাই কাছাকাছি। ভারতের টাকা রেট বাংলাদেশী টাকায় ১ টাকা ৪২ পয়সা। তাহলে ভারতের এক টাকা সমান বাংলাদেশের প্রায় ১.৪২ টাকা। 

তবে চলতি বছরের জানুয়ারি মাসে ভারতীয় টাকার রেট ছিল ১ টাকা ৩২ পয়সা। যার কয়েক মাসের ব্যবধানে বেড়ে ১ টাকা ৪২ পয়সা হয়ে দাঁড়িয়েছে। তাই বোঝা গেল, ভারতের টাকার মান ওঠানামা করে। 

আরো পড়ুনঃ রোমানিয়ার ৫০০ ইউরো বাংলাদেশের কত টাকা

ভারতের 1 টাকা বাংলাদেশের কত টাকা 2024

গুগলের সর্বশেষ আপডেট অনুযায়ী ভারতের 1 টাকা সমান বাংলাদেশের ১ টাকা ৪২ পয়সা। এক্ষেত্রে ভারতের ১০ টাকা বাংলাদেশী টাকায় ১৪ টাকা ২৩ পয়সা। 

এছাড়া প্রতিনিয়ত ইন্ডিয়ান টাকার রেট ওঠানামা করতেই থাকে। এজন্য বাংলাদেশ অথবা ভারতীয় টাকা এক্সচেঞ্জ করতে চাইলে অবশ্যই সর্বশেষ রেট যাচাই করবেন। 

ইন্ডিয়ান ১ রুপি বাংলাদেশের কত টাকা ২০২৪ 

আমাদের দেশে মুদ্রার নাম টাকা। আর ইন্ডিয়ান টাকার নাম হচ্ছে রুপি। আমাদের দেশের টাকার রেটের চেয়ে ইন্ডিয়ান রেট অনেকটা বেশি। সেপ্টেম্বর মাসের সর্বশেষ তথ্য অনুসারে ইন্ডিয়ান ১ রুপি বাংলাদেশের ১ টাকা ৪২ পয়সা।

ভারতের 100 টাকা বাংলাদেশের কত টাকা 2024

অনেক বাঙালি বাংলাদেশ থেকে ভারত যেতে ইচ্ছুক। তবে ভারত যেতে হলে অবশ্যই ভারতের টাকার সাথে বাংলাদেশের টাকার পার্থক্য জানতে হবে। কেননা ভারতের যাওয়ার পরে যদি আপনার টাকা শেষ হয়ে যায় তাহলে পরবর্তীতে ঝামেলায় করতে হবে। 

সর্বশেষ আপডেট অনুযায়ী ভারতের 100 টাকা সমান বাংলাদেশের ১৪২ টাকা ৩২ পয়সা। এটা ১০ সেপ্টেম্বর ২০২৪ সালের সর্বশেষ তথ্য অনুযায়ী। 

ভারতের ১০০ রুপি বাংলাদেশের কত টাকা

আমরা যেমন মুদ্রাকে টাকা বলে থাকে ঠিক তেমনিভাবে ভারতীয়রা টাকে রুপি বলে থাকে। ভারতের টাকা আর রুপির রেড মূলত একই। মানে ভারতের ১০০ টাকা সমান বাংলাদেশের ১৪২.৩২ টাকা। ঠিক তেমনিভাবে ভারতের ১০০ রুপি বাংলাদেশের ১৪২ টাকা ৩২ পয়সা।

তবে ডলারের দাম ওঠানামা করলে ইন্ডিয়ান রুপির রেটও ওঠানামা করে। অর্থ্যাৎ, ইন্ডিয়ান রুপির মান সময়ের সাপেক্ষে পরিবর্তন হয়। 

আরো পড়ুনঃ কম্বোডিয়া ৫০০ টাকা বাংলাদেশের কত টাকা

ভারতের 10000 টাকা বাংলাদেশের কত টাকা

ভারত যেহেতু বাংলাদেশের তুলনায় অর্থনৈতিকভাবে অনেক বেশি শক্তিশালী সে কারণে এ দেশের টাকার রেট অনেক বেশি। বর্তমানে ভারতের 10000 টাকা সমান বাংলাদেশের ১,৪২৩.২৪ টাকা। আপনি যদি বাংলাদেশে ভারতের 1000 টাকা এক্সচেঞ্জ করতে চান তাহলে ১ হাজার ৪ ২৩ টাকা ২৪ পয়সা পাবেন। 

সারকথা 

ভারতের টাকার রেট যেকোনো সময় পরিবর্তন হতে পারে। কারণ ভারতের টাকা মান কখনোই স্থির থাকে না। তাই বাংলাদেশে ভারতীয় রুপি এক্সচেঞ্জ করতে চাইলে সর্বশেষ টাকার রেট যাচাই করবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top