মরিশাস ভিসার দাম কত ২০২৪ | মরিশাস যেতে কত টাকা লাগে

আপনি যদি বাংলাদেশ থেকে বৈধভাবে মরিশাস যেতে চান তাহলে মরিশাস ভিসার দাম সম্পর্কে জানতে হবে। কেননা মরিশাস ভিসার মূল্য সম্পর্কে জানা থাকলে পরবর্তীতে অতিরিক্ত টাকা দিতে হবে না। তাই চলুন, মরিশাস যেতে কত টাকা লাগে ২০২৪ সম্পর্কে সঠিক তথ্য জেনে নেই।

আফ্রিকা মহাদেশের দক্ষিণ-পূর্বে অবস্থিত দ্বীপপুঞ্জ দেশ মরিশাস। এদেশের আয়তন অত্যন্ত ছোট। মাত্র ২,০৪০ বর্গ কিলোমিটার আয়তন নিয়ে এই দেশ গড়ে উঠেছে। প্রতিদিন বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্যটক এদেশের সৌন্দর্য দেখতে ভীড় জমায়। 

বাংলাদেশ থেকেও অনেক পর্যটক মরিশাস ভ্রমণ করে থাকে। এর পাশাপাশি বর্তমানে কাজের ভিসা নিয়ে অনেক কর্মী মরিশাস  যাচ্ছে। মরিশাস যাওয়ার আগে মরিশাস যাওয়ার খরচ সম্পর্কে জানা প্রয়োজন। তাই আপনাদের জন্য আজকে মরিশাস ভিসা সম্পর্কে বিস্তারিত তথ্য জানাবো। 

মরিশাস ভিসার দাম কত ২০২৪ 

মরিশাস ভিসার দাম ভিসার ক্যাটাগরির উপর নির্ভর করবে। কারণ বাংলাদেশীদের জন্য মরিশাসের বেশ কয়েকটি ভিসা চালু রয়েছে। তবে এর মধ্যে টুরিস্ট ও কাজের ভিসা সবচেয়ে বেশি জনপ্রিয়। 

বিশ্বস্ত সূত্রে জানা যায়, বাংলাদেশ থেকে মরিশাস ভিসার খরচ আনুমানিক ২ লক্ষ থেকে ৬ লক্ষ টাকা। তবে দালাল এজেন্সির মাধ্যমে মরিশাস যেতে সবোর্চ্চ ৮ লক্ষ টাকা পর্যন্ত।

মরিশাস কাজের ভিসার দাম সব খরচ মিলিয়ে প্রায় ৪ থেকে ৬ লক্ষ টাকা। আবার বেসরকারিভাবে অর্থ্যাৎ দালাল সংস্থার মাধ্যমে মরিশাস গেলে ৫ লক্ষ থেকে ৮ লক্ষ টাকা পর্যন্ত লাগবে। 

আর মরিশাস টুরিস্ট ভিসার দাম আনুমানিক ২ থেকে ৩ লক্ষ টাকা। আবার অনেকেই ১ লক্ষ ৫০ হাজার টাকা দিয়েও টুরিস্ট ভিসা নিয়ে মরিশাস যাচ্ছে। 

মরিশাস যেতে কত টাকা লাগে ২০২৪ 

বাংলাদেশ থেকে সরকারিভাবে মরিশাস যেতে নূন্যতম ২ লক্ষ থেকে সবোর্চ্চ ৬ লক্ষ টাকা পর্যন্ত লাগে। তবে বেসরকারিভাবে মরিশাস যাওয়ার খরচ ৩ লক্ষ থেকে ৮ লক্ষ টাকা। 

এখন আপনি যদি কাজের ভিসা নিয়ে মরিশাস যেতে চান তাহলে সর্বনিম্ন ৩ লক্ষ থেকে সবোর্চ্চ ৬ লক্ষ টাকা লাগবে। এছাড়া মরিশাস টুরিস্ট ভিসায় যেতে ২ থেকে ৩ লক্ষ টাকা লাগবে।

মরিশাস যেতে কি কি লাগে? 

  • ৬ মাস মেয়াদি বৈধ পাসপোর্ট 
  • এনআইডি কার্ডের ফটোকপি অথবা অনলাইন জন্ম নিবন্ধনের ফটোকপি 
  • সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি 
  • মেডিকেল রিপোর্ট 
  • পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট 
  • শিক্ষাগত যোগ্যতা সনদ 
  • কাজের অভিজ্ঞতা সনদ (যদি থাকে)

আরো পড়ুনঃ বাংলাদেশ থেকে ইন্ডিয়া যেতে কত টাকা লাগে

মরিশাস বেতন কত?

মরিশাস কাজের বেতন কাজের ধরনের উপর নির্ভর করবে। কারণ মরিশাসে বিভিন্ন ক্যাটাগরির কাজ আছে। এছাড়া মরিশাস বেতন সম্পর্কে সঠিক তথ্য দেওয়া মুসকিল। 

তারপরেও মরিশাস কাজের বেতন সর্বনিম্ন ৩০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৮০ হাজার টাকা পর্যন্ত। এছাড়া অভিজ্ঞ এবং দক্ষ কর্মীরা ১ লক্ষ টাকা পর্যন্ত বেতন পায়। 

আরো পড়ুনঃ কম্বোডিয়া যেতে কত টাকা লাগে

মরিশাস কোন কোন কাজের চাহিদা বেশি 

  • হোটেল রেস্টুরেন্টে চাকরি 
  • গার্মেন্টস ফ্যাক্টরি জব 
  • নির্মাণ শ্রমিক 
  • কৃষি কাজ
  • ফুড প্যাকেজিং
  • ড্রাইভিং
  • ফুড ডেলিভারি 
  • ক্লিনার 

FAQ’s 

মরিশাস কোন মহাদেশে অবস্থিত

মরিশাস আফ্রিকা মহাদেশে অবস্থিত।

মরিশাস এর টাকার নাম কি?

মরিশাস এর টাকার নাম মরিশীয় রুপি। 

মরিশাস ১ টাকা বাংলাদেশের কত টাকা

মরিশাস ১ টাকা সমান বাংলাদেশের প্রায় ২.৫৯ টাকা। 

বাংলাদেশ থেকে মরিশাস কত কিলোমিটার 

বাংলাদেশ থেকে মরিশাস দূরত্ব প্রায় ৬,০৪৬ কিলোমিটার। 

বাংলাদেশ থেকে মরিশাস যেতে কি ভিসা লাগবে?

অবশ্যই বাংলাদেশ থেকে মরিশাস যেতে ভিসা লাগবে। 

মরিশাস সর্বনিম্ন বেতন কত?

মরিশাস সর্বনিম্ন বেতন প্রায় ৩০ হাজার টাকা। তবে ৬/১২ মাস পার হবার পরে বেতন আরো বৃদ্ধি পায়। 

মরিশাস গার্মেন্টস বেতন কত?

মরিশাস গার্মেন্টস কাজের বেতন সর্বনিম্ন ৩০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৫০ হাজার টাকা।

সারকথা 

মরিশাস ভিসার দাম কত টাকা এবং সরকারিভাবে মরিশাস যাওয়ার খরচ এই পোস্টে বিস্তারিত আলোচনা করেছি। এছাড়া মরিশাস যেতে কি কি কাগজপত্র লাগবে তাও জানতে পারবেন এই পোস্ট থেকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top