সত্যায়িত কাগজের মেয়াদ কতদিন থাকে

সরকারি-বেসরকারি বিভিন্ন চাকরি বা কাজে সত্যায়িত কাগজ লাগে। চাকরির আবেদনের ক্ষেত্রে সত্যায়িত কাগজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে সত্যায়িত কাগজের মেয়াদ কতদিন থাকে তা নিয়ে আমাদের প্রশ্নের শেষ নেই।

সাধারণত সত্যায়িত কাগজের নির্দিষ্ট কোন মেয়াদ থাকে না। কারণ সত্যায়িত কাগজের মেয়াদ নির্ভর করে ব্যাবহারের উদ্দেশ্য ও প্রয়োজনের উপর। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সত্যায়িত কাগজের সময়সীমা নির্দিষ্ট থাকে। এ বিষয়ে আরো বিস্তারিত জানতে শেষ পর্যন্ত পড়ুন। 

সত্যায়িত কাগজের মেয়াদ কতদিন থাকে? 

সাধারণত সত্যায়িত কাগজের মেয়াদের কোন নির্দিষ্ট সময়সীমা থাকে না। কারণ সত্যায়িত কাগজ ব্যবহারের লক্ষ্য এবং উদ্দেশ্যের উপর এর মেয়াদ অনেকটা নির্ভর করে। তবে বিশেষ ক্ষেত্রে attested এর নির্দিষ্ট মেয়াদ থাকে। 

কিন্তু সরকারি-বেসরকারি সকল চাকরির আবেদন করতে সাম্প্রতিক তারিখের সত্যায়িত কাগজ জমা দিলে ভালো।

এছাড়া ৬ মাস থেকে ১ বছরের পুরাতন সত্যায়িত কাগজ যেকোনো কাজে অনায়াসে ব্যবহার করতে পারবেন। তবে চাকরির আবেদনপত্রে বা কাজে যদি সত্যায়িত কাগজের সময়সীমা উল্লেখ থাকে তাহলে সেই সময়সীমা অনুযায়ী করতে হবে। 

সত্যায়িত করা কাগজের মেয়াদ কতদিন থাকে?

সত্যায়িত করা কাগজের নির্দিষ্ট কোন মেয়াদ থাকে না। সাধারণ সত্যায়িত কাগজের সময়সীমা ৬ মাস থেকে ১ বছর । কিন্তু সকল চাকরির আবেদন করতে সাম্প্রতিক সময়ের সত্যায়িত কাগজ বেশি প্রাধান্য দেয়া হয়। 

তাই চাকরির আবেদন করতে সাম্প্রতিক তারিখে কাগজ সত্যায়িত করবেন। আবার কোন কোন চাকরির আবেদনে পুরাতন সত্যায়িত কাগজ দিলেও সমস্যা হয় না। 

এজন্য চাকরিতে আবেদন করার আগে সেই প্রতিষ্ঠানের সত্যায়িত কাগজের সময়সীমা সম্পর্কে জেনে নিবেন। তাহলে এটা নিয়ে আর বিভ্রান্ত হতে হবে না। 

সত্যায়িত করতে পারে কারা? 

যেকোনো চাকরি পরীক্ষার ক্ষেত্রে সার্টিফিকেট, ভোটার আইডি কার্ড এবং ছবি সত্যায়িত করতে হয়। সত্যায়িত কাগজ ছাড়া চাকরি পরীক্ষা দেওয়া সম্ভব নয়। তাই কাগজ সত্যায়িত করা খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ। 

কিন্তু সবাই ভোটার আইডি কার্ড, ছবি এবং সার্টিফিকেট সত্যায়িত করতে পারবে না। উপজেলা পর্যায়ের যেকোনো কর্মকর্তার থেকে কাগজ সত্যায়িত করতে পারবেন। 

তাই আপনার কাগজ সত্যায়িত করতে নিকটস্থ উপজেলার যেকোন একজন কর্মকর্তার কাছে ভোটার আইডি কার্ড, সার্টিফিকেট বা ছবি সত্যায়িত করুন। 

চেয়ারম্যান কি সত্যায়িত করতে পারে

চেয়ারম্যান বিশেষ কিছু ক্ষেত্রে সত্যায়িত করতে পারবে। কিন্তু সরকারি বা বেসরকারি চাকরির ক্ষেত্রে চেয়ারম্যান নাগরিক সনদপত্র সত্যায়িত করতে পারবে। অন্য সব কাগজপত্র যেমন: ছবি, সার্টিফিকেট, ভোটার আইডি কার্ড এগুলো সত্যায়িত করতে পারবে দেশের প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তারা।  

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কি সত্যায়িত করতে পারে?

বর্তমানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সত্যায়িত করতে পারবে না। চাকরির ক্ষেত্রে যেকোন কাগজ সত্যায়িত করতে  সরকারি প্রতিষ্ঠানের বিসিএস ক্যাডেটদের কাছে যেতে হবে। 

এজন্য আপনার উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা, সহকারি কমিশনার (ভূমি), স্বাস্থ্যকর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, সমবায় অফিসার ও শিক্ষা অফিসারের কাছে যোগাযোগ করতে পারেন।

Similar Posts

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *