সিটি ব্যাংক একাউন্ট খোলার নিয়ম 

আপনি যদি সিটি ব্যাংকে নতুন একাউন্ট খুলতে চান তাহলে আজকের শুধুমাত্র আপনার জন্য। কারণ আজকে সিটি ব্যাংক একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে বিস্তারিত তথ্য আলোচনা করা হবে। 

দেশের বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে অন্যতম বৃহৎ ব্যাংক সিটি ব্যাংক। এই ব্যাংকের বিশ্বস্ততা এবং অন্যান্য সুবিধার জন্য সবার শীর্ষে রয়েছে। 

তাই চলুন, সিটি ব্যাংক একাউন্ট খোলা নিয়ম জানার পাশাপাশি একাউন্ট খুলতে কি কি লাগে এবং কত টাকা লাগে তা জেনে নেই। 

সিটি ব্যাংক একাউন্ট কত প্রকার

  • সিটি ব্যাংক স্টুডেন্ট একাউন্ট 
  • সিটি ব্যাংক সেভিংস একাউন্ট 
  • সিটি ব্যাংক কারেন্ট একাউন্ট 

একজন গ্রাহক সিটি ব্যাংকে এই তিন ধরনের একাউন্টের মধ্যে যেকোনো এক ধরনের একাউন্ট খুলতে পারবে। 

সিটি ব্যাংক একাউন্ট খোলার নিয়ম 

বর্তমানে সিটি ব্যাংক একাউন্ট অনলাইন ও অফলাইনে যেকোনো প্লাটফর্মে খোলা যাবে। অর্থ্যাৎ, আপনি সিটি ব্যাংকের শাখায় গিয়েও একাউন্ট খুলতে পারবেন। আবার ঘরে বসেই City Bank অ্যাপ দিয়েও একাউন্ট খুলতে পারবেন। 

তবে অনলাইনে সিটি ব্যাংক একাউন্ট খোলা অনেকটা ঝামেলাদায়ক যা সবার পক্ষে করা সম্ভব হয়ে উঠে না। তাই এইসব ঝামেলা এড়াতে নিকটস্থ সিটি ব্যাংকের শাখায় গিয়ে একাউন্ট খোলার চেষ্টা করুন। 

এছাড়া আপনি যদি অনলাইনে সিটি ব্যাংকের একাউন্ট খুলতে চান তাহলে গুগল প্লে-স্টোর থেকে City Bank অ্যাপ ইনস্টল করবেন। 

তারপরে সিটি ব্যাংক অ্যাপ ওপেন করবেন। এবার Open an individual account এ সিলেক্ট করুন। 

এরপরে আপনার সচল মোবাইল নাম্বার দিয়ে OTP কোড দিয়ে নাম্বার ভেরিফাই করবেন। এখন ভোটার আইডি কার্ড/পাসপোর্টের উভয়ই অংশের ছবি তুলে আপলোড করুন। 

তারপরে নিজের ছবি আপলোড করে দিন। এবার নিজের ব্যক্তিগত তথ্য দিবেন এর সাথে নমিনির তথ্যও দিতে হবে। 

অতঃপর একাউন্টের ধরন এবং সিটি ব্যাংকের নিকটস্থ শাখা সিলেক্ট করবেন। কিছুক্ষণ পর মেসেজ পাঠিয়ে আপনার একাউন্ট সফল হয়েছে জানানো হবে। 

সিটি ব্যাংক একাউন্ট খুলতে কি কি লাগে? 

  • আবেদনকারীর সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি 
  • এনআইডি কার্ড/পাসপোর্টের ফটোকপি 
  • নমিনির ১ কপি ছবি এবং ভোটার আইডি কার্ড/জন্ম নিবন্ধন সনদের ফটোকপি 
  • আবেদনকারীর সচল মোবাইল নাম্বার
  • পরিচয় পত্র অর্থ্যাৎ, স্টুডেন্ট আইডি/ট্রেড লাইসেন্স 

সিটি ব্যাংক একাউন্ট খুলতে কত টাকা লাগে? 

সিটি ব্যাংক একাউন্ট খুলতে নূন্যতম ৫০০ টাকা থেকে ১,০০০ টাকা পর্যন্ত লাগে। এছাড়া কেউ যদি ইচ্ছা করে তাহলে আরো বেশি টাকা একাউন্টে রাখতে হবে। আপনার জমাকৃত টাকা মূলত আপনার নিজের একাউন্টে থাকবে। 

সিটি ব্যাংক একাউন্টের সুবিধা

  • সিটি ব্যাংক একাউন্ট খোলা একদম সহজ।
  • দেশের প্রত্যেক উপজেলায় এই ব্যাংকের শাখা রয়েছে।
  • খুব সহজে খোলা উত্তোলন এবং জমা করা যায়।
  • City Bank অ্যাপ দিয়ে অনলাইনে পেমেন্ট করা যায়।
  • দিনরাত ২৪ ঘন্টা ATM কার্ডের মাধ্যমে টাকা উত্তোলনের সুবিধা।

সিটি ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম

পূর্বে সিটি ব্যাংক একাউন্ট চেক করতে সিটি ব্যাংকের শাখায় গিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হতো। কিন্তু প্রযুক্তির কল্যাণে এখন ইচ্ছা করলে ঘরে বসেই সিটি ব্যাংকে কত টাকা আছে তা চেক করা যাবে। 

এজন্য City Bank অ্যাপ ওপেন করবেন। তারপরে একাউন্ট নাম্বার দিয়ে লগ ইন করবেন। এবার Balance Check অপশনে ক্লিক করুন। অতঃপর আপনার একাউন্টে কত টাকা আছে তা জানতে পারবেন। 

সিটি ব্যাংক ক্রেডিট কার্ড পাওয়ার যোগ্যতা

ডিজিটাল এই যুগে, সবকিছুই এখন অনলাইন ভিত্তিক হয়ে যাচ্ছে। এখন ঘরে বসেই আন্তর্জাতিক বাজারে কেনাকাটা করার জন্য ক্রেডিট কার্ড খুবই জনপ্রিয়। সেই ধারাবাহিকতায় সিটি ব্যাংক ক্রেডিট কার্ড চালু করেছে। 

প্রত্যেক সিটি ব্যাংক গ্রাহক ক্রেডিট কার্ড পাবে। তবে ক্রেডিট কার্ড পাওয়ার জন্য কিছু শর্ত বলে মানতে হবে। ক্রেডিট কার্ড পাওয়ার যোগ্যতা সমূহ কি কি তা দেখে নিতে পারেন। 

  • সর্বপ্রথম সিটি ব্যাংকে একটি সচল একাউন্ট থাকতে হবে;
  • আবেদনকারীর এনআইডি কার্ড, ডিজিটাল জন্ম সনদ থাকতে হবে; 
  • আবেদনকারীর বয়সসীমা ১৮ থেকে ৭০ বছরের মধ্যে হতে হবে; 
  • বিগত তিন মাসের সিটি ব্যাংকের স্টেটমেন্ট জমা দিতে হবে। 

উপরোক্ত এই কয়েকটি শর্ত অথবা যোগ্যতা থাকলে সহজে আপনি সিটি ব্যাংক থেকে ক্রেডিট কার্ড উত্তোলন করতে পারবেন। 

সিটি ব্যাংক ক্রেডিট কার্ড পাওয়ার উপায় 

সিটি ব্যাংক থেকে ক্রেডিট কার্ড পাওয়ার জন্য উপরোক্ত কাগজপত্র গুলো আগে থেকে সংগ্রহ করতে হবে। তারপরে, নিকটস্থ সিটি ব্যাংক শাখায় গিয়ে ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে হবে।

আবেদন করার এক মাসের মধ্যেই মূলত সিটি ব্যাংকের ক্রেডিট কার্ড হাতে পাওয়া যায়। এছাড়া বিশেষ কিছু ক্ষেত্রে দুই মাস পর্যন্ত সময় লেগে যায়। তবে স্বাভাবিকভাবে ১৫-৩০ দিনের মধ্যেই সিটি ব্যাংকের ক্রেডিট কার্ড পাওয়া যায়। 

সারকথা 

সিটি ব্যাংক একাউন্ট খোলার নিয়ম , সিটি ব্যাংক ক্রেডিট কার্ড পাওয়ার যোগ্যতা এইসব আজকের পোস্টে উল্লেখ করা হয়েছে। তাই যারা সিটি ব্যাংকে একাউন্ট খুলবেন তাদের জন্য আজকের পোস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এরপরেও যদি আজকের পোস্ট ঘিরে কোন প্রশ্ন থাকে দেরি না করে কমেন্ট করতে পারেন।  

2 thoughts on “সিটি ব্যাংক একাউন্ট খোলার নিয়ম ”

  1. Pingback: স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক একাউন্ট খোলার নিয়ম - Bongo Tech BD

  2. Pingback: অগ্রণী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম ২০২৪  - Bongo Tech BD

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top