ইন্ডিয়ান এম্বাসি ঢাকা কোথায় অবস্থিত

বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাওয়ার জন্য একটি ভিসার দরকার হবে। এই ভিসা করতে ইন্ডিয়ান এম্বাসি বা ভিসা সেন্টারে যেতে হবে। আপনি যদি ঢাকা শহরের অধিবাসী হন এবং ভিসার আবেদন করতে চান তাহলে আপনাকে ইন্ডিয়ান এম্বাসি ঢাকা গিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

কিন্তু আপনি তো, ইন্ডিয়ান এম্বাসি ঢাকা কোথায় অবস্থিত সেটাই জানেন না। তাই চলুন ঢাকা সহ বাংলাদেশে অবস্থিত অন্যান্য ইন্ডিয়ান এম্বাসির ঠিকানা এবং মোবাইল নাম্বার জেনে নেই। 

ইন্ডিয়ান এম্বাসি ঢাকা কোথায় অবস্থিত

ঢাকায় ইন্ডিয়ান এম্বাসি প্লট নং: ১ থেকে ৩, পার্ক রোড, বারিধারায় অবস্থিত। মোবাইল ও ফোন নাম্বার: +880-2-55067364, +88 01937400591 । ইমেইল আইডি: info@ivacbd.com । 

এছাড়া নতুন করে যমুনা ফিউচার পার্কে ইন্ডিয়ান এম্বাসি খোলা হয়েছে। এই সেন্টার থেকেও ইন্ডিয়ান সকল ভিসার আবেদন করতে পারবেন। 

যমুনা ফিউচার পার্ক ইন্ডিয়ান এম্বাসির ঠিকানা এবং মোবাইল নাম্বার 

যমুনা ফিউচার পার্ক ইন্ডিয়ান এম্বাসির ঠিকানা: Basement Floor, Jamuna Future Park, Kuril Pragati Sarani, Baridhara, 1229। মোবাইল নাম্বারঃ 09612-333666

রাজশাহীতে ইন্ডিয়ান ভিসা এম্বাসি কোথায়?

রাজশাহীতে ইন্ডিয়ান এম্বাসি স্টেশন রোডে অবস্থিত । হটলাইন নাম্বারঃ 09612-333666 ।

ইন্ডিয়ান এম্বাসি চট্টগ্রাম কোথায় অবস্থিত?

চট্টগ্রামে ইন্ডিয়ান এম্বাসি নাসিরাবাদ সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পার্শ্বে চট্টগ্রাম ট্রেডিং হাউস ভবনের ২য় তলায় অবস্থিত। 

আরো পড়ুনঃ ইন্ডিয়ান মেডিকেল ভিসা খরচ

ইন্ডিয়ান এম্বাসি কবে খুলবে এখন খোলা আছে?

আগস্ট মাসের পর থেকে আপাতত ইন্ডিয়ান এম্বাসি গুলো খোলা থাকলেও বাংলাদেশীরা ভিসা নিয়ে ইন্ডিয়াতে যেতে পারবে না। বর্তমানে ইন্ডিয়ান এম্বাসি খোলা রয়েছে। আপনি ইচ্ছা করলে ইন্ডিয়ান এম্বাসিতে গিয়ে ইন্ডিয়ান মেডিকেল/টুরিস্ট ভিসার জন্য আবেদন করতে পারেন। 

কিন্তু সাম্প্রতিক সমস্যার জন্য কিছুদিনের জন্য বাংলাদেশীদের জন্য ইন্ডিয়ান মেডিকেল বা টুরিস্ট ভিসা সম্পূর্ণ বন্ধ রয়েছে। 

ইন্ডিয়ান এম্বাসি ঢাকা কবে খুলবে

ইন্ডিয়ান এম্বাসি ঢাকা কিছুদিন বন্ধ থাকলেও এখন খোলা হয়েছে। আপনি চাইলে ইন্ডিয়ান এম্বাসি ঢাকাতে গিয়ে ভিসার জন্য আবেদন করতে পারেন। 

উপরে আপনাদের সুবিধার জন্য বাংলাদেশে অবস্থিত ইন্ডিয়ান এম্বাসি গুলোর ঠিকানা দেওয়ার চেষ্টা করেছি। সেই সাথে এম্বাসি গুলোর মোবাইল নাম্বারও দেওয়া হয়েছে। 

ইন্ডিয়ান এম্বাসি ঢাকা এখন খোলা আছে 

ইন্ডিয়ান এম্বাসি ঢাকা এখন খোলা আছে। কিন্তু আগস্ট থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত ইন্ডিয়ান এম্বাসি ঢাকা বন্ধ ছিল। কিন্তু দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আলাপ আলোচনার মাধ্যমে পুনরায় আবারো এম্বাসি গুলো খোলা হয়েছে। 

তাই আপনি সম্পূর্ণ নিশ্চিত ভাবে ইন্ডিয়ান ভিসার জন্য ইন্ডিয়ান এম্বাসি গুলোতে বন্ধের দিন ছাড়া যেকোন দিনে যেতে পারেন। 

আরো পড়ুনঃ  ইন্ডিয়ান ভিসার মেয়াদ কতদিন থাকে

Indian embassy dhaka off day 

ইন্ডিয়ান এম্বাসি ঢাকা বন্ধের দিন সপ্তাহে দুদিন। প্রতি সপ্তাহের শুক্রবার এবং শনিবার ইন্ডিয়ান এম্বাসি গুলো বন্ধ থাকে। এছাড়া সরকারি ছুটির দিনেও ইন্ডিয়ান এম্বাসি গুলো বন্ধ থাকে। 

তাই ইন্ডিয়ান এম্বাসিতে শুক্রবার এবং শনিবারে যাবেন না। কারণ এ দুইদিন ইন্ডিয়ান এম্বাসি সম্পূর্ণ বন্ধ থাকে। 

সারকথা 

ইন্ডিয়ান এম্বাসি ঢাকা কোথায় অবস্থিত এবং Indian embassy dhaka off day এই পোস্টে উল্লেখ করেছি। এছাড়া এই পোস্ট নিয়ে আপনার কোন সমস্যা থাকলে কমেন্ট করে জানাবেন। 

এর পাশাপাশি নিত্যনতুন ইন্ডিয়ান ভিসা সম্পর্কে জানতে আমাদের ওয়েবসাইটে চোখ রাখবেন। ধন্যবাদ। 

1 thought on “ইন্ডিয়ান এম্বাসি ঢাকা কোথায় অবস্থিত”

  1. Pingback: ইন্ডিয়ান মেডিকেল ভিসা খরচ - Bongo Tech BD

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top