আউটসোর্সিং সম্পূর্ণ অস্থায়ী একটি চাকরি। যার কারণে এই চাকরির মেয়াদ কতদিন তা নিয়ে আমাদের প্রশ্নের অন্ত নেই। তাই আসুন আউটসোর্সিং চাকরির মেয়াদ কতদিন থাকে এবং মেয়াদ বৃদ্ধি উপায় জেনে নেই।
আউটসোর্সিং চাকরির মেয়াদ কতদিন
সাধারণত আমাদের দেশে আউটসোর্সিং চাকরির মেয়াদ থাকে সবোর্চ্চ ৩ বছর। কিন্তু এটা একদম নির্ধারিত সময় নয়। কারণ আউটসোর্সিং চাকরির মেয়াদ উর্ধ্বতন কর্তৃপক্ষ নির্ধারণ করবে।
নিয়োগ পত্রে পরিষ্কার ভাবে উল্লেখ করা থাকে, এটা সম্পূর্ণ অস্থায়ী একটি চাকরি। এই চাকরি হতে যেকোনো সময় আপনাকে প্রত্যাহার বা অপসারণ করা হবে।
আউটসোর্সিং চাকরির মেয়াদ বাড়ানোর কোন উপায় আছে?
আউটসোর্সিং চাকরির মেয়াদ বাড়ানোর কোন উপায় নাই। কেউ ইচ্ছা করলে এই চাকরির মেয়াদ বৃদ্ধি করতে পারবে না। কারণ এটা একটি অস্থায়ী চাকরি। আচ্ছা সরকারিকরণ বা মেয়াদ বৃদ্ধি করার কোন সুযোগ নেই।
আউটসোর্সিং চাকরি কি সরকারি চাকরী?
আউটসোর্সিং সরকারি চাকরি নয়। এটা অস্থায়ী একটি চাকরি। এই চাকরি হতে আপনাকে যেকোনো সময় অপসারণ করা হতে পারে। এই চাকরির মেয়াদকাল সম্পূর্ণ কর্তৃপক্ষের উপর নির্ভরশীল।
আউটসোর্সিং চাকরি কি স্থায়ী হয়
আউটসোর্সিং চাকরি স্থায়ী হবার সম্ভবনা অনেক কম। কারণ দীর্ঘ কয়েক দশক ধরে আউটসোর্সিং চাকরি স্থায়িত্বকরণের দাবি জানিয়ে আসছেন চাকরিজীবীরা। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তারা আউটসোর্সিং চাকরি স্থায়ী করার লক্ষ্যে আন্দোলন করছেন।
আউটসোর্সিং চাকরি কি সরকারিকরণের সুযোগ আছে?
আরো পড়ুনঃ সত্যায়িত কাগজের মেয়াদ কতদিন থাকে
আউটসোর্সিং চাকরি সরকারিকরণের কোন সুযোগ নেই। কারণ এই চাকরির সম্পূর্ণ অস্থায়ী এবং নিয়োগ পত্রের সময় এ বিষয়ে স্পষ্ট ধারণা দেয়া হয়।
আউটসোর্সিং চাকরির বেতন কত?
আউটসোর্সিং চাকরির বেতন ১৬,০০০ থেকে শুরু হয়ে ২০,০০০ টাকা হয়ে থাকে। মূলত আউটসোর্সিং চাকরির বেতন নির্ধারিত নয়। আউটসোর্সিং চাকরির ক্যাটাগরির ধরনের উপর বেতন নির্ধারিত হয়।
কোন কোন পদে আউটসোর্সিং নিয়োগ দেয়া যায়?
- ল্যাব এটেনডেন্ট
- ইর্মাজেন্সি এটেনডেন্ট
- স্ট্রেচার বেয়ারার
- ওয়ার্ড বয়
- সিকিউরিটি গার্ড
- ক্লিনার
- সহকারী গার্ডেনার
- হেলপার
- স্যানিটারী হেলপার
- এসি মেকানিক হেলপার
- চৌকিদার
- আয়া
- সহকারী বাবুর্চি
- লিফটম্যান
- লাইনম্যান
- ফরাশ লষ্কর
- মাসন হেলপার
- আরো অন্যান্য
আউটসোর্সিং চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
আউটসোর্সিং চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি বিভিন্ন সময় প্রকাশিত হয়। সাম্প্রতিক সময়ে কারিগরি শিক্ষা অধিদপ্তরে আউটসোর্সিং পদ্ধতিতে কিছু জনবল নিয়োগ দেওয়া হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানতে পড়ুনঃ আউটসোর্সিং পদে কারিগরি শিক্ষা বোর্ডে নিয়োগ।
আরো পড়ুনঃ সিম রেজিস্ট্রেশন বাতিল করার নিয়ম
আউটসোর্সিং চাকরির বর্তমান অবস্থা
বর্তমানে আউটসোর্সিং চাকরিজীবী সকল কর্মচারীরা চাকরি স্থায়িত্বকরণের জন্য ঢাকা সহ বিভিন্ন জায়গায় আন্দোলন করছে। তবে বাংলাদেশ সরকার আউটসোর্সিং চাকরি জাতীয়করণের পক্ষে নয়।
এ আউটসোর্সিং চাকরি জাতীয়করণ করত গত ২৫ বছর থেকে আন্দোলন করছে কর্মচারীরা। কিন্তু এখন পর্যন্ত এরকম সমাধান হয়নি। ভবিষ্যতে কি হবে তা বলা যাচ্ছে না।
সারকথা
আউটসোর্সিং চাকরির মেয়াদ কতদিন এবং চাকরির বেতন সম্পর্কে আজকের পোস্টের বিস্তারিত আলোচনা করা হয়েছে। এছাড়া আউটসোর্সিং চাকরির বিষয়ে বিভিন্ন প্রশ্ন-উত্তর আপনাদের সামনে তুলে ধরেছি। তাই আপনার পরিচিতদের মধ্যে যারা আউটসোর্সিং চাকরিতে নিয়োজিত তাদের কাছে আজকের পোস্ট শেয়ার করতে পারেন।
বাংলা টেক ওয়েবসাইট। সকল টেকরিলেটেড তথ্য নির্ভূল ও সবার আগে পড়তে বঙ্গ টেক বিডির সাথেই থাকুন।
Pingback: সত্যায়িত কাগজের মেয়াদ কতদিন থাকে - Bongo Tech BD
Pingback: চেকের মেয়াদ কতদিন থাকে - Bongo Tech BD